ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৫-২০ শতাংশ

0
193

চলতি হিজরি সৌর বছর(১৪০৩ সাল) আফগানিস্তানে গম উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইমারতে ইসলামিয়ের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এই বছর ৬ শতাংশ অধিক জমিতে গম চাষ করা হয়েছে।

চলতি বছর বেশ কয়েকবার আফগানবাসীকে ভয়াবহ বন্যার কবলে পরতে হয়েছিল। তা সত্ত্বেও গত বছরের তুলনায় গমের ফলনে বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। পপি চাষ নিষিদ্ধ করা ও গম চাষের প্রতি কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাওয়াকে এর অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন মন্ত্রণালয়টির উপমন্ত্রী সদর আজম উসমানী হাফিযাহুল্লাহ। তিনি আরও বলেন, সাম্পতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমিগুলো চিহ্নিত করে তা পুনরায় চাষ উপযুক্ত করে তুলতে একাধিক স্থানে মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল।

এছাড়া গত বছর প্রায় ৩৩হাজার মেট্রিক টন গমবীজ কৃষকদের মাঝে বিতরণ করেছে এই সরকার। আর চলতি বছর ৬০ হাজার মেট্রিক টিন গমবীজ বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপমন্ত্রী। কৃষি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে চাষের ক্ষেত্র সম্প্রসারণ এবং উন্নত বীজ উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

উল্লেখ্য যে, মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে বাৎসারিক গমের চাহিদার পরিমাণ প্রায় ৬৯ লাখ মেট্রিক টন।


তথ্যসূত্র:
1. Agriculture Ministry Reports 15-20% Increase in Wheat Yield
– https://tinyurl.com/mmkt9yx7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-কাসসামের এক অভিযানে ১০ জায়োনিস্ট সেনা নিহত
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বরতায় দুই সাংবাদিকসহ আরও ২৭ ফিলিস্তিনি নিহত