• গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৫ জন ফিলিস্তিনি সাংবাদিকও আছেন।
• নেতানিয়াহু বলেছে, তাদের দলের মধ্যে পারস্পরিক ব্যবধান রয়ে গেছে। ইসরায়েলের মোসাদ প্রধান গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য দোহায় যাওয়ার পর এই মন্তব্য করেছে নেতানিয়াহু। এছাড়াও সে জানিয়েছে, আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে আলোচনা পুনরায় শুরু করা হবে।
• পশ্চিম তীরে ১৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,০৯৮ জন ফিলিস্তিনি।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ার আল-নাজাজ স্ট্রিটে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার উত্তরে ফিলিস্তিনি-মিশর সীমান্তে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• জেনিনে আল সাআদা ফরেস্ট এলাকায় একটি অবরুদ্ধ বাড়ির চারপাশ থেকে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড। এসময় তারা মেশিনগান ও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছেন শত্রুদের বিরুদ্ধে।
• জেনিনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে বিভিন্ন অবস্থান থেকে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• রাফার পশ্চিমে তাল জুরুব এলাকার উপকণ্ঠে এক জায়োনিস্ট সৈন্যকে সফলভাবে স্নাইপিং করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফা ক্রসিং গেটে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• শুজাইয়া পাড়ায় জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।