ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ জুলাই, ২০২৪

0
164

• নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়ে ১৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন ফিলিস্তিনি। হতাহতদেরকে আল-আকসা শহীদি হাসপাতালে নেওয়া হয়েছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৫৮ জন সাংবাদিক।
• নতুন করে নির্বাচন দেওয়া এবং যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছে দখলদার ইসরায়েলিরা।
• গাজা শহরের শেখ রেদওয়ানে জায়োনিস্ট হামলায় অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• দক্ষিণ লেবাননে গোলাবারুদ দিয়ে আঘাত হেনেছে দখলদার ইসরায়েল।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,০৯৮ জন ফিলিস্তিনি।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর হেডকোয়ার্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীকে একটি টেলিভিশন-৩ অ্যান্টি পার্সনেল ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় বাগদাদ স্ট্রিটে একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে শুয়াথ-৩ বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছেন আল-কাসসাম মুজাহিদগণ।
• নেতজারিমে তুর্কি হাসপাতালে পাশে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• শুজাইয়া পাড়ায় আল-খুলাফা স্ট্রিটে একদল জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে তীব্র লড়াই করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। ময়দান থেকে ফিরে যোদ্ধারা নিশ্চিত করেছেন যে, তারা ৭ জায়োনিস্ট সদস্যের ঐ বাহিনীকে আকস্মিক হামলায় হতাহত করেছেন।
• নেতজারিমে আবু ওরেইবান সাইটে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• নাবলুসে আল-কুদুস স্ট্রিটে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• সোফা সামরিক দখলীকৃত এলাকায় মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার গুফগাদুদ শহরের নিয়ন্ত্রণ নিল আশ-শাবাব
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের কাছে ২০ সোমালি সেনার আত্মসমর্পণ