পশুখাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশের চাহিদা মিটিয়ে তারা এখন বিদেশেও পশুখাদ্য রপ্তানি শুরু করেছে। সম্প্রতি আফগানিস্তানের বালখ প্রদেশ থেকে তাজিকিস্তানে পশুখাদ্যের প্রথম চালান রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া সরকার। সঠিক মান নিশ্চিত করতে ২৫টন ওজনের এই চালানটি রপ্তানির পূর্বে সুষ্ঠুভাবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ এই তথ্য সরবরাহ করেছেন।
চলতি বছরে ১হাজার টনেরও অধিক পশুখাদ্য তাজিকিস্তানে রপ্তানি করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। আগামী বছর রপ্তানির পরিমাণ আরও বর্ধিত হবে বলে তারা অত্যন্ত আশাবাদী।
সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রাদেশিক প্রধান আমির মোহাম্মদ মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, সরকারের নির্দেশনা ও পরিকল্পনার সাথে সমন্বয় রেখে তারা কাজ করে যাচ্ছেন, যেন দেশীয় পণ্য উৎপাদন ও রপ্তানির সুযোগ-সুবিধা ক্রমশ বৃদ্ধি পায়।
এদিকে, অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় হতে জানানো হয়, চলতি বছর দেশটিতে রপ্তানির গতি বিগত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। এছাড়া রপ্তানি বাণিজ্য বৃদ্ধি ও মানসম্পন্ন করে তুলতে কাবুল, কান্দাহার, হেরাত, বালখ, নানগারহার ও পাকতিকা প্রদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গড়ে তোলা হচ্ছে। উল্লেখ্য যে, ২৪টি ব্যবসায়িক খাতে দেশটির রপ্তানি বাণিজ্য সুষ্ঠুভাবে অগ্রসর হচ্ছে, এর মাধ্যমে প্রায় ৮০টি দেশের সাথে রপ্তানি লেনদেন করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার।
তথ্যসূত্র:
1. Afghanistan Exports First Animal Feed Shipment to Tajikistan
– https://tinyurl.com/44dee7w4
2. Afghanistan’s Export Levels Double as Compared to Past
– https://tinyurl.com/mtn8b3u9