আফগানিস্তানে পুনরায় সচল হল রাষ্ট্রায়ত্ত বাখতার তুলাবীজ তেল কারখানা

0
322

রাষ্ট্রীয় মালিকানাধীন বাখতার তুলাবীজ তেল কারখানা পুনরায় সচল করেছে ইমারতে ইসলামিয়া সরকার। কারখানাটি আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরে অবস্থিত। দীর্ঘ ১৫ বছর এটির কার্যক্রম বন্ধ ছিল। ২বছর পূর্বে আফগান প্রকৌশলীদের তত্ত্বাবধানে এর সংস্কার কার্যক্রম শুরু করে তালেবান প্রশাসন।

কারখানাটির দৈনিক তেল উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার ৭০০ কেজি । অতিরিক্ত আরও যন্ত্রপাতি সক্রিয় করার মাধ্যমে এর উৎপাদন সক্ষমতা দৈনিক ৬ হাজার কেজি পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টগণ।

পশ্চিমা আগ্রাসনের ফলে বেশ কয়েক দশক ধরে আফগান ভূমি যুদ্ধ বিধ্বস্ত ছিল। এছাড়া বিগত পুতুল প্রশাসনও ছিল মারাত্মক দুর্নীতিগ্রস্ত। ফলে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মিল-কারখানার কার্যক্রম। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণ করে একের পর এক বন্ধ কারখানাগুলো সচল করার উদ্যোগ গ্রহণ করে। চলতি মাসে ১৮ বছর বন্ধ থাকা একটি টেক্সটাইল কারখানাও সচল করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

আরও পড়ুনঃ
আফগানিস্তানে চালু হল প্রায় ১৮ বছর বন্ধ থাকা বিখ্যাত একটি টেক্সটাইল কারখানা

বন্ধ কারখানাগুলো পুনরায় সচল করার মাধ্যমে দেশটিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ আরও সুগম হচ্ছে আলহামদুলিল্লাহ।


তথ্যসূত্র:
1) Bakhtar cotton, ghee factory resumed operations in Balkh
– https://tinyurl.com/6pwuvh28

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহামাসকে নেতৃত্ব দিবেন ইয়াহইয়া সিনওয়ার
পরবর্তী নিবন্ধগাজায় নিহত আরও ২২ ফিলিস্তিনি, প্রাণহানি বেড়ে প্রায় ৩৯ হাজার ৭০০