আফগানিস্তানে চালু হল প্রায় ১৮ বছর বন্ধ থাকা বিখ্যাত একটি টেক্সটাইল কারখানা

0
328
kandahar-1

ক্ষমতায় আসার পর থেকেই দেশের বন্ধ মিল-কারখানাগুলো সংস্কার ও পুনরায় সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছিল ইমারতে ইসলামিয়া সরকার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কান্দাহার প্রদেশে প্রায় ১৮ বছর বন্ধ থাকা বড় একটি টেক্সটাইল কারখানা পুনরায় চালু করল এই সরকার। ইমারতে ইসলামিয়া সরকারের সর্বোচ্চ আমিরের নির্দেশে এটির সংস্কার কার্যক্রম শুরু করা হয়। প্রায় ৪৭ বছর পূর্বে কারখানাটি রাশিয়া ও জার্মানির ২টি সংস্থা নির্মাণ করেছিল।

কারখানাটিতে প্রায় ৩ হাজারটি উন্নত মানের মেশিন রয়েছে। প্রায় ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে মেশিনগুলো মেরামত করা হয়। আফগান প্রকৌশলীদের সহযোগিতায় ৬মাস ধরে এই মেরামত কাজ সম্পাদন করা হয়। পুনরায় চালুর ফলে কারখানাটিতে প্রায় ১৪ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টগণ।

কারখানার কর্মকর্তাগণ জানান, মিলটির বার্ষিক পোশাক উৎপাদনের সক্ষমতা ৪০ মিলিয়ন মিটার। এছাড়া ১হাজার টন উল প্রক্রিয়াজাতকরণেরও সক্ষমতা রয়েছে এটির। ইমারতে ইসলামিয়ার গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগসমূহের ইউনিফর্ম তৈরির ব্যাপারে কারখানাটির সাথে চুক্তি রয়েছে। পোশাক ছাড়াও কারখানাটিতে কার্পেট সুতা, কম্বল ও শাল তৈরি করা হয়।

পুনরায় চালু হওয়া মিল-কারখানার আরও একটি উদাহারণ হল কাবুল অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন রুটি কারখানা সিলো-ই-মারকাজি। প্রায় ৩০ বছর বন্ধ থাকার পর বিগত ২বছর পূর্বে এটি চালু করেছিল ইমারতে ইসলামিয়া প্রশাসন।


তথ্যসূত্র:
1. Kandahar Textile Factory Reactivated After 18 Years of Dormancy
– https://tinyurl.com/yp2cne4r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশের বিভিন্ন স্থানে গণমিছিলে হামলা, নিহত ২
পরবর্তী নিবন্ধছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ-পুলিশের যৌথ হামলা, হতাহত অনেক