গাজায় গত ১০ মাসে ইসরায়েলি হামলায় ৩৯,৭৯০ ফিলিস্তিনি নিহত

0
85
গাজায় গত ১০ মাসে ইসরায়েলি হামলায় ৩৯,৭৯০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত আছে। দখলদার দেশটির হামলায় এখনো প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। আহতের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১.৮ শতাংশ জনসংখ্যা নিহত হয়েছেন। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৯,৭৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৯২,০০০ মানুষ আহত হয়েছেন।

এই সংঘাতের কারণে গাজার মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৩০ বছরের নিচে থাকা প্রায় ৭৫ শতাংশ যুবক-যুবতী এই হামলায় নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুসারে, গাজায় এই সংঘাতের ফলে প্রায় ১৯ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, যা তাদের জীবনযাত্রাকে অস্থিতিশীল করে তুলেছে।

১০ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ০২ জন। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

দক্ষিণ গাজায় ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি গত কয়েকদিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসে নতুন উচ্ছেদের আদেশ জারি করেছে এবং অক্টোবর থেকে শহরে তাদের তৃতীয় সামরিক অভিযান শুরু করেছে।


তথ্যসূত্র:
1. Israel killed 1.8% of Gaza’s population, official figures show
– https://tinyurl.com/4cusydv8
2. Israel killed 1.8% of Gaza’s population, official figures show
– https://tinyurl.com/2x4a6rez

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘জয় শ্রী রাম’স্লোগান না দেয়ায় মুসলিম কিশোরকে মারধর
পরবর্তী নিবন্ধদোকানে টাকা বাকি রেখেই পালালো ঢাবি ছাত্রলীগ নেতারা