‘জয় শ্রী রাম’স্লোগান না দেয়ায় মুসলিম কিশোরকে মারধর

0
198
'জয় শ্রী রাম'স্লোগান না দেয়ায় মুসলিম কিশোরকে মারধর

ভারতে বিহারের মুজাফফরপুরে পাঁচ-ছয়টি হিন্দু ছেলের একটি দল এক মুসলিম কিশোরকে লাঞ্ছিত করেছে এবং তাকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করেছে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে একটি ছেলে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে অস্বীকার করায় পা দিয়ে মুসলিম কিশোরের গলা চেপে ধরা হয়েছে। এ ঘটনায় কিশোরের বাবা মিথানপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মিথানপুরা থানার এএসপি ভানু প্রতাপ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছিল। মুসলিম কিশোর রেহান, ক্রিকেট খেলে বাড়ি ফিরছিল এসময় পাঁচ থেকে ছয়জন ছেলে হিন্দু ছেলে তাকে ঘিরে ফেলে। তারা রেহানকে ‘জয় শ্রী রাম’স্লোগান দিতে বাধ্য করে। রেহান ঐ ধর্মীয় স্লোগান দিতে অস্বীকার করায় পরবর্তীতে হিন্দু ছেলেগুলো তাকে মারধর করে।

এই ঘটনাটি গত ৭ আগষ্ট, বুধবার ঘটেছিল বলে জানা গেছে। ঘটনার ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাটি সম্পর্কে সচেতন হয়।


তথ্যসূত্র:
1. Forced to chant JSR, Muslim Minor Kicked on the neck; Arrests made after video went viral
– https://tinyurl.com/mr32my2u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধগাজায় গত ১০ মাসে ইসরায়েলি হামলায় ৩৯,৭৯০ ফিলিস্তিনি নিহত