আড়াই বছরে ৪০০টি স্বাস্থ্যকেন্দ্র ও ১০৪টি ওষুধ কারখানা স্থাপন করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
283
ওষুধ কারখানা স্থাপন করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন

আফগানিস্তানের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে গত আড়াই বছরে ৪০০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ এ তথ্য জানিয়েছেন। গত ১১ আগস্ট একটি বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে বক্তৃতা দানের সময় তিনি এ তথ্য উল্লেখ্য করেছেন।

তিনি জানিয়েছেন, দেশটির এমন অনেক জায়গায় ছিল যেখানে অতীতে কোন স্বাস্থ্য কেন্দ্র ছিল না। সেসব এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি আরও উল্লেখ্য করেছেন, এখনো অনেক জায়গা বাকী রয়েছে যেখানে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনে আরও মনোযোগ দেয়া উচিত।

ওষুধ কারখানা স্থাপন করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন

অন্যদিকে, খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান জাভিদ হাজির হাফিযাহুল্লাহ জানিয়েছেন, গত আড়াই বছরে দেশটিতে ওষুধ কারখানা বৃদ্ধি পেয়ে ১০৪টিতে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এইসব কারখানার উৎপাদন ক্ষমতা বেড়ে চলেছে। পূর্বে দেশটিতে উৎপাদিত ওষুধের সংখ্যা ছিল ২২০টি পণ্যে, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০টি পণ্যে। কারখানাগুলোর কর্মকর্তাদের মতে, তাদের উৎপাদিত পণ্যের মান ভালো।

জানা যায়, পূর্ববর্তী বছরগুলিতে নাগরিকদের জন্য প্রয়োজনীয় ওষুধের ৯৫ শতাংশ আফগানিস্তানের বাইরে থেকে আমদানি করা হতো, তবে গত দুই বছরে ২০ শতাংশ আমদানি কমে ৮০ শতাংশে নেমে এসেছে।


তথ্যসূত্র:
1. 400 New Health Centers Formed Since Islamic Emirate Return
– https://tinyurl.com/2ke8nhxh
2. Over 100 pharmaceutical manufacturing plants operational in the country
– https://tinyurl.com/2p83avca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ নেতার রুম থেকে দেশীয় অস্ত্র ও অবৈধ জিনিস উদ্ধার
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও দেড়শ ফিলিস্তিনি