ভারতের ছেড়ে দেওয়া পানি এবং অতিবৃষ্টির কারণে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলাতে ভয়াবহ বন্যায় ৪৯ লক্ষ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পেয়েছে সরকার।
শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন।
সচিব কামরুল হাসান জানান, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি। এ পর্যন্ত ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।
তথ্যসূত্র:
১. বন্যায় মারা গেছেন ১৮ জন; প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
– https://tinyurl.com/bdkkd486