গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে আরো ১২ ফিলিস্তির মৃত্যু

0
59

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামছেই না। জাবালিয়া এবং খান ইউনিস-সহ গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলায় ৩১ আগস্ট, শনিবার গাজায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন যে উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি দুটি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

উত্তর-পশ্চিম গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায়, একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মধ্য গাজায়, আল-মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে এবং দেইর আল-বালাহতে একটি সমাবেশে বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। পূর্ব খান ইউনিসের আবসান আল-কাবিরা শহরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়।

সিভিল ডিফেন্সের মুখপাত্র আরও জানিয়েছেন যে উদ্ধারকারী দলগুলি পূর্ব খান ইউনিসের এলাকা থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করেছে।

ইসরায়েলি বাহিনী জেনিন শহর অবরোধ করে রেখেছে। ফলে ফিলিস্তিনিরা খাবার, পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পাচ্ছে না। কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে তীব্র সামরিক অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, বুধবার থেকে ইসরায়েল বাহিনীর হামলা শুরুর পর পশ্চিমতীরে ২০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন প্রতিবন্ধী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৪০ হাজার ৬০২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও ৯৩ হাজার ৮৫৫ ফিলিস্তিনি।


তথ্যসূত্র:
1. Israeli army kills 12 Palestinians in Gaza attacks
– https://tinyurl.com/jb3a5p6c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিম যুবককে নির্মমভাবে হত্যা করল হিন্দুত্ববাদী পুলিশ
পরবর্তী নিবন্ধগরুর গোশত খাওয়ার সন্দেহে ভারতে মুসলিম যুবককে হত্যা