গরুর গোশত খাওয়ার সন্দেহে ভারতে মুসলিম যুবককে হত্যা

0
64

এবার গরুর মাংস খাওয়ার সন্দেহে হরিয়ানায় সাবির মল্লিক নামে আরও এক মুসলিম যুবককে পিটিয়ে মারা হয়েছে। ২৭ অগাস্ট, মঙ্গলবার রাজ্যের চরখি দাদরি জেলায় ভান্ধারা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ওই যুবক পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা। এ ঘটনায় পিটিয়ে আহত করা হয়েছে আরেকজনকে।

জানা গেছে, সাবির মল্লিক নামের ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারে তথাকথিত ‘গো-রক্ষা কমিটি’র সদস্যরা। পরে একটি খালের ধার থেকে উদ্ধার হয় তার লাশ।

এদিকে, পরিবারের অভিযোগ, হরিয়ানা পুলিশ সাবিরের হত্যার বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে না।

পরিবারের সদস্যরা জানায়, নিজ এলাকায় কাজ না পেয়ে প্রায় তিন বছর আগে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে হরিয়ানায় যান সাবির। নিহত যুবকের শ্যালকও তার সাথে গিয়েছিলেন সেখানে কাজ করতে। সেই শ্যালকের সাথেই বাড্ডা থানা এলাকায় থাকতেন ২৩ বছর বয়সী সাবির। সেখানে কাগজ কুড়ানোর কাজ করতেন তিনি।

পরিবারের অভিযোগ, হরিয়ানার গো-রক্ষা কমিটির সদস্যরা তাকে গরুর গোশত খাওয়ার অভিযোগে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। গো-রক্ষক কমিটির লোকেরা সাবিরকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে একটি খালের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার হয়।

৩০ আগস্ট, শুক্রবার দুপুরে সুজাউদ্দিন সাবিরের মৃতদেহ নিয়ে বাসন্তীর বল্লারটপ গ্রামে ফেরেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।


তথ্যসূত্র:
1. Migrant killed in Haryana on suspicion of eating beef, 2 minors among 7 arrested
– https://tinyurl.com/5h2557nv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে আরো ১২ ফিলিস্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধআসামের বিধান সভায় জুমার নামাজের ২ ঘণ্টা বিরতি বাতিল