কৃষকদের সহায়তায় ‘মুদারাবা’ ও ‘মুশারাকা’ সিস্টেম চালু করলো আফগানিস্তান

0
305

কৃষকদের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কৃষি উন্নয়ন তহবিলের আওতায় ইসলামি অর্থনীতির মুদারাবা ও মুশারাকা সিস্টেম চালু করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

গত ১ সেপ্টেম্বর দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে এই দুটি চুক্তি উদ্বোধনের আয়োজন করে।

কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রী মাওলানা সরদার আজম উসমানী হাফিযাহুল্লাহ বলেন, ইমারতে ইসলামিয়া সরকার দেশের কৃষক ও গৃহপালিত পশুর মালিকদের সহায়তায় বদ্ধপরিকর। মুদারাবা ও মুশারাকা সিস্টেম দুটি আমাদের সরকারের কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়ানোর ও ইসলামি অর্থনীতির পরিষেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বৃহৎ প্রচেষ্টার অংশ।

কৃষি উন্নয়ন তহবিলের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান জানায়, ‘মুশারাকা’ হলো ‘ইসলামি ইক্যুয়টি ফিন্যান্সিং’ এবং ‘মুদারাবা’ হলো ‘ইসলামি প্রফিট শেয়ারিং’। কৃষি খাতে অর্থনৈতিক জোগান বাড়াতে তহবিলের হাই-কাউন্সিল ইসলামি অর্থনীতির এই দুটি সিস্টেমের অনুমোদন দিয়েছে। কৃষি ও গবাদিপশুর ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এই দুটো চুক্তিকে সাজানো হয়েছে।

তহবিল কর্মকর্তারা বলেন, আমরা আশা করছি, ইসলামি অর্থনীতি নির্ভর চুক্তিদ্বয় কৃষক, পশুর মালিক ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের স্ব স্ব কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে। দেশজুড়ে কৃষির উন্নয়নে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তথ্যসূত্র:
1. Agriculture Ministry Launches Two New Islamic Financial Contracts for Agricultural Development
– https://tinyurl.com/yzmjys93

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জন, ক্ষতিগ্রস্ত অর্ধ  কোটির বেশি মানুষ
পরবর্তী নিবন্ধখেলাপি ঋণ বেড়ে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা