খেলাপি ঋণ বেড়ে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা

0
143

ঋণ খেলাপিদের নানা সুবিধা দিয়েও এই সূচকের লাগাম টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের জুন মাস শেষে দেশের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড।

এর আগে গত মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র ৩ মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে ১৫ দশমিক ৯৬ শতাংশ। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা।


তথ্যসূত্র:
১. খেলাপি ঋণ দুই লাখ ১১ হাজার কোটি টাকা ছাড়াল – https://tinyurl.com/493hffw2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকৃষকদের সহায়তায় ‘মুদারাবা’ ও ‘মুশারাকা’ সিস্টেম চালু করলো আফগানিস্তান
পরবর্তী নিবন্ধআওয়ামী স্বাস্থ্যমন্ত্রীর ছেলের যুক্তরাষ্ট্রে ১২টি অ্যাপার্টমেন্ট!