০৬ সেপ্টেম্বর, শুক্রবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছে৷
ইসরায়েলি দখলদার বাহিনী নুসিরাত শরণার্থী শিবিরের পশ্চিমে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি তাঁবুকে লক্ষ করে বিমান হামলা চালিয়েছে, এতে চার বেসামরিক লোক নিহত এবং চারজন আহত হয়েছে।
নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে রয়েছে দুই তরুণী এবং দুই শিশু। নিহতদের আল-আওদা হাসপাতালে এবং আহত তিনজন মহিলা, এক শিশু এবং এক যুবককে দেইর আল-এর শুহাদা আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দখলদার বাহিনী গাজা শহরের পূর্বে জায়তুন পাড়ায় ইয়াসিন পরিবারের একটি বাড়িতেও বিমান হামলা চালিয়েছে, এতে দুই শিশু ও একজন নারীসহ চার বেসামরিক লোক নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে।
এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমান আশ-শেখ এলাকায় নাসার সার্কেলের কাছে একটি বাড়িতে গুলি চালায়, যার ফলে অনেক লোক নিহত ও হতাহতের ঘটনা ঘটে।
এছাড়াও খান ইউনেস শহরের কেন্দ্রস্থলে কান্দিল পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরো পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Israeli bombardment kills 13 Palestinians, injures others in Gaza Strip
– https://tinyurl.com/3bfr225t