গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত অন্তত ২৫

0
25

০৬ সেপ্টেম্বর, শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন অংশে বর্বর ইসরায়েলি বিমান হামলার ফলে মহিলা ও শিশু সহ অন্তত ২৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। গাজার চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য সূত্রে জানা গেছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন এলাকায় আল-বদর মসজিদের কাছে একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিহতরা হলেন আহমেদ নায়েফ রাদি, নায়েফ আহমেদ রাদি, নায়েলা আহমেদ রাদি, আলা নাজির আল-নাফফার, নাইলা আলী রাদি এবং শাথা নায়েফ রাদি। আহতদের গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার ভোরে সাবরা পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, রাদি পরিবারের বাড়িতে বিমান হামলার পর নিহত ছয়জন এবং বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দলগুলি গাজা শহরের দক্ষিণে সাবরা আশেপাশের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে।

এছাড়াও, উদ্ধারকারী দল গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাফাহ শহরের বিভিন্ন এলাকা থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে।

গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে তেল আল-হাওয়া এলাকায়, একটি ইসরায়েলি বিমান হামলা আল-হাদ্দাদ পরিবারের একজন মহিলা ও তার মেয়ে নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে। আহতদের আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত ৪০,৮৭৮ নথিভুক্ত ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে এবং ৯৪,৪৫৪ জনেরও বেশি আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli airstrikes and artillery shelling claim multiple lives in Gaza
– https://tinyurl.com/f7c5x8ms

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে আরো ১৩ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধআগস্টে বুরকিনায় মুজাহিদদের রেকর্ড সংখ্যক অভিযানে অন্তত ১০০০ সেনা নিহত