দক্ষিণ লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় ৩ জন প্যারামেডিক নিহত

0
55

দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় ০৭ সেপ্টেম্বর, শনিবার তিনজন প্যারামেডিক নিহত এবং দুইজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, লেবাননের ফ্রউন শহরে বেসামরিক প্রতিরক্ষা একটি ফায়ার ট্রাককে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন হতাহতের ঘটনা ঘটেছে। সংস্থাটি জানিয়েছে যে বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা ফায়ার ট্রাকের তিনজন ক্রু নিহত এবং দুইজন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় “এই নির্লজ্জ ইসরায়েলি আগ্রাসনের” নিন্দা জানিয়ে বলেছে, সিভিল ডিফেন্স টিম ফ্রউন শহরে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার ফলে সৃষ্ট আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলো। ঠিক এমন সময় মাত্র ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে বেসামরিক প্রতিরক্ষা দলের উপর এই ধরনের দ্বিতীয় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল ।


তথ্যসূত্র:
1.3 paramedics killed in Israeli airstrike on Civil Defense team in southern Lebanon
– https://tinyurl.com/3ur8cyu7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ হয়েছেন ৪৮৩জন মেডিকেল শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধভারতে টিফিনে বিরিয়ানি আনায় মুসলিম শিশুছাত্রকে স্কুল থেকে বহিষ্কার!