দেশের প্রতিটি খাতে দক্ষ জনবল গড়ে তুলছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। সম্প্রতি দেশটির স্বাস্থ্যসেবা খাতের ২৭টি বিভিন্ন বিভাগ থেকে ৪৮৩জন মেডিকেল শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। তারা মেডিকেল সংশ্লিষ্ট পৃথক পৃথক বিষয়ের উপর বিশেষজ্ঞ ডাক্তারের মর্যাদা লাভ করেছেন।
জনস্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিশেষজ্ঞ ডাক্তারদের সংবর্ধনা প্রদান করে তালেবান সরকার। এতে উপস্থিত ছিলেন সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এদের মধ্যে অন্যতম হল প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ, জনস্বাস্থ্য মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ, রাজনৈতিক উপমন্ত্রী মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ প্রমুখ নেতৃবর্গ। এছাড়া উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ এই বিশেষজ্ঞ ডাক্তারদের অভিনন্দন জানান, তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষজ্ঞদের এই দলটি দেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জনস্বাস্থ্য মন্ত্রী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ। এটি স্বাস্থ্যখাতের উন্নয়নে উল্লেখযোগ্য মাইলফলক বলে তিনি অভিহিত করেন। তিনি আরও বলেন, এই ধরনের শিক্ষা কর্মসূচি আরও যুগোপযোগী করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের জন্য দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে বিদেশে শিক্ষাগ্রহণের সুযোগকে সহজতর করা হচ্ছে।
পৃথক পৃথক বক্তব্যের মাধ্যমে অন্যান্য মন্ত্রীগণও মূল্যবান নসিহত পেশ করেন। দেশের স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে তাঁরা বিশেষজ্ঞ ডাক্তারদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারী ১৯জনকে পুরস্কার প্রদান করা হয়।
তথ্যসূত্র:
1. Around 500 specialist doctors graduate from 27 specialized departments
– https://tinyurl.com/2ebjm588