দীর্ঘ প্রতীক্ষার পর আফগানিস্তানে উদ্বোধন হল TAPI গ্যাসলাইন মেগাপ্রকল্পের নির্মাণ কাজ

0
210

তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ইন্ডিয়া (সংক্ষেপে TAPI) প্রকল্প হল একটি গ্যাস পাইপলাইন নির্মাণ মেগাপ্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তুর্কমেনিস্তানের গ্যাসকিলিন গ্যাসক্ষেত্র থেকে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে গ্যাস পরিবহন করা হবে। বার্ষিক পরিবহনকৃত গ্যাসের পরিমাণ প্রায় ৩৩বিলিয়ন ঘনমিটার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় নির্ধারিত হয়েছে প্রায় ১০বিলিয়ন মার্কিন ডলার।

প্রকল্পটির তুর্কমেনিস্তান অংশের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া যুদ্ধাবস্থার কারণে আফগানিস্তানে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হতে বারবার বিলম্বিত হয়। অতঃপর ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে উদ্যোগ গ্রহণ করে। অবশেষে দীর্ঘ বছরের প্রতীক্ষার পর গত ১১সেপ্টেম্বর আফগান ভূমিতে TAPI প্রকল্পের ব্যবহারিক নির্মাণ কাজ শুরু হয়েছে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বক্তব্য প্রদান করেছেন ইমারতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ হাফিযাহুল্লাহ ও তুর্কমেন প্রেসিডেন্ট সের্দার বের্দিমুহামেদু। অর্থনীতি ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মতামত ব্যক্ত করেছেন।

TAPI গ্যাসলাইনের সর্বমোট দৈর্ঘ্য ১৮১৪ কিলোমিটার। আফগান অংশে এর দৈর্ঘ্য হবে ৮১৬ কিলোমিটার। এটি আফগানিস্তানের হেরাত-কান্দাহার মহাসড়ক হয়ে পাকিস্তানে প্রবেশ করবে। প্রকল্পের আওতায় সরবরাহকৃত গ্যাসের ১৬ শতাংশ ব্যবহার করতে পারবে আফগানিস্তান। এছাড়া ট্রানজিট ফী হিসেবে বার্ষিক প্রায় ৫০০ মিলিয়ন ডলার উপার্জন করবে তালেবান সরকার। এছাড়া এটি বাস্তবায়নের ফলে দেশটিতে ১২হাজার লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে।


তথ্যসূত্র:
1. Practical Work on TAPI, Other Projects Begins in Afghanistan
– https://tinyurl.com/2p9zmt3p
2. Afghanistan begins work on TAPI pipeline
– https://tinyurl.com/y88px65m
3. Afghanistan announces start of $10b TAPI gas pipeline project
– https://tinyurl.com/bp9wkwws

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় ২ ভারতীয় সেনা নিহত, আহত ২
পরবর্তী নিবন্ধগণহত্যার ৩৪৪ দিন: ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত