গণহত্যার ৩৪৪ দিন: ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত

0
48

১৪ সেপ্টেম্বর, শনিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে বর্বর ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স ক্রুরা গাজা শহরের পূর্বে তুফাহ পাড়ায় দখলদার ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত বুস্তান পরিবারের একটি বাড়ি হতে চার শিশু এবং তিনজন মহিলা সহ দশজনের মৃতদেহ উদ্ধার করেছে।

এদিকে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পশ্চিমে মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে দখলদারদের বিমান হামলায় তিন বেসামরিক লোক নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।

গাজা শহরের শুজাইয়া এলাকার পূর্বে আল-ওমরানি পরিবারের বাড়িতে দখলদারদের বোমা হামলায় একজন বেসামরিক লোক নিহত হয়েছে।

দখলদারদের যুদ্ধবিমান গাজার উত্তরে আল-ফালুজা এলাকায় আল-মাকাদমা পরিবারের একটি বাড়িতে বোমা বর্ষণ করেছে, এতে অনেক ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে।

এছাড়াও আল-বুরেজ শরণার্থী শিবিরের উত্তর-পূর্ব দিকে আর্টিলারি গোলাবর্ষণ করা হয়েছে এবং নুসেইরাতের উত্তর-পশ্চিমে দখলদার বিমানের তীব্র গোলাবর্ষণ অব্যহত হয়েছে ।

দখলদার বাহিনী ৭অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে এ পর্যন্ত ৪১,১১৮ জন নিহত এবং ৯৫,১২৫ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই মহিলা এবং শিশু ।


তথ্যসূত্র:
1. Day 344: Dozens of civilians killed and others injured in Israeli airstrikes on different areas in Gaza
– https://tinyurl.com/3txhkkds

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ প্রতীক্ষার পর আফগানিস্তানে উদ্বোধন হল TAPI গ্যাসলাইন মেগাপ্রকল্পের নির্মাণ কাজ
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস