গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন এক পরিবারের ১১ সদস্য

0
29

গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় একটি পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন নারী এবং শিশুরাও। ১৪ সেপ্টেম্বর, শনিবার সকালে গাজা শহরের একটি বাড়িতে এই হামলা চালানো হয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, পূর্ব গাজা শহরের বুস্তান পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর আমরা ১১ জনের মরদেহ উদ্ধার করি। এদের মধ্যে চারজন শিশু এবং তিনজন নারী রয়েছেন।

তিনি বলেন, গাজা শহরের আল-তুফাহ এলাকার শুজাইয়া স্কুলের কাছে এই হামলা চালানো হয়। উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

বাসাল বলেছেন, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী রাতভর গাজার আরও কিছু অংশে একই ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

তিনি জানান, উত্তর-পশ্চিম গাজা শহরে দার আল-আরকাম স্কুলের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন। দক্ষিণ খান ইউনিস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। আরও কয়েক হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ। তারাও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. 11 members of one family killed in Israeli strike in Gaza
– https://tinyurl.com/3bsvtxr9
2.Gaza rescuers say 11 from one family killed in Israeli strike
– https://tinyurl.com/bdfwbhkv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত আরও ২৬ ফিলিস্তিনি