আফগানিস্তানে তিনজন পাইলটের স্নাতক অর্জন; বিমান প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে ১২০ জন নতুন ভর্তি

0
155

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিমান বাহিনীতে প্রথমবারের মতো তিনজন পাইলট সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন। তারা গত দুই বছর ধরে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সাফল্যের ঘোষণার পাশাপাশি আরও জানিয়েছে যে, এয়ার ফোর্স ও এয়ার ডিফেন্স বিশ্ববিদ্যালয়ে আরও ১২০ জন নতুন প্রশিক্ষণার্থীর ভর্তি নেওয়া হয়েছে। এই নতুন প্রশিক্ষণার্থীদের মধ্যে ৮০ জন পাইলট, ২৫ জন পাইলট ইঞ্জিনিয়ার এবং ১৫ জন বিমান মেকানিক অন্তর্ভুক্ত রয়েছেন। ইতোমধ্যে তাদের চার বছরের পাইলট প্রশিক্ষণ প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

পাইলটদের স্নাতক অর্জন ও সার্টিফিকেট প্রদান উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারি ফাসিহউদ্দিন ফিতরত হাফিযাহুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ, সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী মৌলবি নূরুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ এবং উচ্চ শিক্ষামন্ত্রী শেখ নিদা মোহাম্মদ নাদিম হাফিযাহুল্লাহসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘প্রশংসার সঙ্গে বলি, আমাদের বিমান বাহিনী দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। আপনাদের উচিত সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করা এবং কখনোই হতাশ না হওয়া। আপনারা দেশবাসীদের সহায়তা করুন এবং ঐক্যবদ্ধ থাকুন।’

তিনি আফগানিস্তানের পূর্ববর্তী পুতুল সরকারের আমলে যারা পাইলট ছিলেন তাদেরকে উদ্দেশ্যে করে বলেন, ‘আপনারা যারা বিদেশে চলে গিয়েছেন, তাদের জন্য দেশের দরজা সব সময় খোলা রয়েছে, তারা দেশে ফিরে আসতে পারেন এবং দেশের সেবা করতে পারেন।’

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারি ফাসিহউদ্দিন ফিতরত হাফিযাহুল্লাহ বলেন, ‘গত বিশ বছরে কিছু আফগান ভুল করেছে, যার কারণে দেশ দখল হয়ে গিয়েছিল। বর্তমানে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধান তাদের প্রতি ক্ষমা ঘোষণা করেছেন। এখন আমাদের সবার উচিত দেশকে সেবা করা এবং দেশকে স্বতন্ত্র অবস্থানে ফিরিয়ে আনা।’


তথ্যসূত্র:
1. Islamic Emirate Strengthens Air Force with New Pilot Graduates and Academic Program
– https://tinyurl.com/4rx4pper
2. فراغت سه تن پیلوتان مجاهد از قوای هوایی و جذب ۱۲۰ تن جوانان جدید شمول در پوهنتون مدافعه هوایی
– https://tinyurl.com/3rxd8ydv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে মুজাহিদদের হামলায় ২৪ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধকাশ্মীরে তিন যুবককে শহীদ করলো দখলদার ভারতীয় বাহিনী