আফগানিস্তানে কৃষি অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে ইমারতে ইসলামিয়া প্রশাসন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত লাঘমান প্রদেশে ‘লাঘমান শাহি খাল’ নামে ৭০ কিলোমিটারের একটি খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে অন্তত ২০,০০০ হেক্টর জমির সেচ নিশ্চিত হবে, যা স্থানীয় কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত ১৫ সেপ্টেম্বর ইমারতে ইসলামিয়ার পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আবদুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে লাঘমান শাহি খালের খনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ৭০ কিলোমিটার দীর্ঘ খালের খনন কাজ দুটি পর্যায়ে সম্পন্ন করা হবে।
প্রথম পর্বের প্রাথমিক অংশটি ৬.৬ কিলোমিটার দৈর্ঘ্যের। এটি চারটি আলাদা অংশে কার্যকর হবে। এই অংশটি সম্পন্ন হলে, ৫,০০০ হেক্টর জমির সেচ সুবিধা নিশ্চিত করা হবে।
লাঘমান শাহি খাল প্রকল্পের উদ্বোধন স্থানীয় কৃষক এবং কৃষি বিশেষজ্ঞদের মধ্যে নতুন আশা সৃষ্টি করেছে। আগামী দিনে এটি অঞ্চলটির অর্থনৈতিক ও কৃষি খাতকে নতুন দিগন্তে নিয়ে যাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Initial Segment of Laghman Shahi Canal’s First Phase Inaugurated
– https://tinyurl.com/4dtfw8fn