প্রথম পাঁচ মাসে ১লক্ষ ১৭হাজার টন মার্বেল পাথর রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া

0
160

মার্বেল পাথরসহ অন্যান্য মূল্যবান ও আধা-মূল্যবান খনিজ পাথরে সমৃদ্ধ দেশ আফগানিস্তান। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর এই খাতে বিনিয়োগকে উৎসাহিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে দেশটিতে খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

চলতি বছরের (১৪০৩ হিজরি সৌরসাল) প্রথম পাঁচ মাসেই ১ লক্ষ ১৭হাজার টন মার্বেল পাথর রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এর মাধ্যমে এই সরকার উপার্জন করেছে ৬.১ মিলিয়ন ডলার। মূল্যবান এই পাথর তুরস্ক, সৌদি আরব, তুর্কমেনিস্তান, ভারত, জার্মানি, রাশিয়া, উজবেকিস্থান, চীন, মেক্সিকো, পাকিস্তানহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এই সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় তথ্যগুলো জানিয়েছে।

এছাড়া বর্তমানে আফগানিস্তানে ১০৮টি মার্বেল পাথর প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির মুখপাত্র আখুন্দযাদা আব্দুস সালাম হাফিযাহুল্লাহ। এই কারখানাগুলো দেশটির কাবুল ও হেরাত প্রদেশে অবস্থিত।

আফগানিস্তানের মার্বেল ও অন্যান্য মূল্যবান পাথরগুলো বিশ্বের সর্বাধিক মানসম্পন্ন। বহির্বিশ্বে ব্যাপক চাহিদা থাকায় এই পাথরগুলোর আহরণ, প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্য অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত।

উল্লেখ্য যে, সম্প্রতি তুর্কমেন সরকারের সাথে তালেবানের স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, অতি শীঘই ১লক্ষ ৫০হাজার টন রিবার ও ১লক্ষ ঘনমিটার মার্বেল পাথর দেশটিতে রপ্তানি করাবে তালেবান সরকার।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে কৃষি উন্নয়নে নতুন উদ্যোগ: লাঘমান শাহি খালের খনন কাজ শুরু
পরবর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের স্লোগান বদলানোর শঙ্কা, ‘রাজাকার’ ধ্বনিতে আবারও উত্তাল ঢাবি