ইমারতে ইসলামিয়ার পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২লক্ষ ৫০হাজার জনে পৌঁছল

0
181

ইমারতে ইসলামিয়া সরকারের পুলিশ বাহিনীর সংখ্যা বর্তমানে প্রায় ২লক্ষ ৫০হাজার জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে প্রায় ২হাজার জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। প্রয়োজন ভিত্তিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেবে এই মন্ত্রণালয়।

নাগরিকদের মধ্যে শৃঙ্খলা, নিরাপত্তা ও ঐক্য প্রতিষ্ঠায় দেশের পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। পুরুষ কর্মকর্তার পাশাপাশি জনগণের সেবায় নারী পুলিশের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ। তাই ইন্সপেকশনসহ পুলিশের একাধিক সেবা খাতে নারী কর্মীগণ কাজ করে যাচ্ছেন। বলা বাহুল্য যে, নারী সংশ্লিষ্ট অপরাধ বা মামলার ক্ষেত্রে ইসলামী বিধান অনুযায়ী নারী পুলিশ কর্মীর বিকল্প নেই।

উল্লেখ্য, বিগত বছরের (২০২৩ ইং সাল) মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ইমারতে ইসলামিয়ার পুলিশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় ২লক্ষ। অর্থাৎ তদপরবর্তীতে প্রায় ৫০হাজার পুলিশ নিয়োগ দিয়েছে তালেবান প্রশাসন।


তথ্যসূত্র:
1. Afghan Police Force Reaches 250,000
– https://tinyurl.com/5n7nvvht
2. Interior Ministry: Police Reach Nearly 200,000 Members
– https://tinyurl.com/ye2yrbek

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে ৫ দিনে আল-কায়েদার ৮ অভিযান
পরবর্তী নিবন্ধপালিয়ে ভারত যাবার সময় সীমান্তে আটক ৭১ টিভির মোজাম্মেল ও শ্যামল দত্ত