পালিয়ে ভারত যাবার সময় সীমান্তে আটক ৭১ টিভির মোজাম্মেল ও শ্যামল দত্ত

0
131

ময়মনসিংহের ধোবাউড়া হয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছে জনতা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

আটককৃতরা হল, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকার চালক।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। আটকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এর আগে গত ৬ আগস্ট বিকাল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করে শ্যামল দত্ত। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।


তথ্যসূত্রঃ
১.সীমান্তে মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন জনতার হাতে আটক
-https://tinyurl.com/47s5ys9f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২লক্ষ ৫০হাজার জনে পৌঁছল
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে অন্তত ১৮ সেনা হতাহত