বিগত বছরের (১৪০২ হিজরি সৌরসাল) বার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদন অনুযায়ী, ৪৫হাজারের অধিক বিশেষ সুবিধা-বঞ্চিত শিশুকে শিক্ষাসেবা প্রদান করেছে ইমারতে ইসলামিয়া সরকারের শিক্ষা মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছে ৪১হাজারের অধিক পথশিশু এবং প্রায় ৪হাজার জন প্রতিবন্ধী শিশু।
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১২৩টি স্কুলে এই সংক্রান্ত কার্যক্রম পরিচালিত করেছে উক্ত মন্ত্রণালয়। এছাড়া ১৫৯টি কমিউনিটি ভিত্তিক ক্লাস পরিচালিত হয়েছে, এর উদ্দেশ্য হল পথশিশুদেরকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা। এছাড়া বিশেষ শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৮টি প্রদেশে ৪৮৪জন প্রতিবন্ধী শিশুকে শিক্ষাসেবা দেয়া হয়েছে। ১৯টি প্রদেশে প্রায় ৪হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও অন্যান্য সুবিধা সরবরাহ করা হয়েছে।
বিগত বছর আফগানিস্তানে নতুন করে ২১০টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০৬টি সরকারী ও ১০৪টি বেসরকারী স্কুল। এছাড়া সরকারী-বেসরকারী স্কুলসমূহে সর্বমোট ১৪লক্ষের অধিক নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রথমবারের মতো শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছে তালেবান সরকারের এই মন্ত্রণালয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও এই খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনতে মন্ত্রণালয়টি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তথ্যসূত্র:
1. Ministry of Education Reports Enrolling Over 1.4 Million Students and Establishing 210 New Schools
– https://tinyurl.com/mptkvbh6