নাইজার স্পেশাল ফোর্সের ঘাঁটির নিয়ন্ত্রণ নিলো আল-কায়েদা

0
239

সাহেল অঞ্চলীয় নাইজারের টিলাবেরি রাজ্যে দেশটির স্পেশাল ফোর্সের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এতে গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা সহ অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা সহ স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫:৩০ মিনিটের সময়, নাইজারের টিলাবেরি রাজ্যে বড় ধরনের একটি সামরিক অপারেশন চালিয়েছেন জেএনআইএম মুজাহিদিন। অভিযানটি রাজধানী নিয়ামী থেকে ৭৯ কিমি দূরের টোরোডি এলাকায় অবস্থিত গুরত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। হামলার সময় ঘাঁটিতে অবস্থান করছিল দেশটির “তাহুয়া” নামক স্পেশাল ফোর্সের ১৩০ সেনা সদস্য।

সূত্রমতে, স্পেশাল ফোর্সের এই ঘাঁটিতে মুজাহিদগণ অপারেশন চালানোর সুবিধার্থে আগের দিন টোরডি এলাকার সেনা ঘাঁটির আশপাশের টেলিফোনে যোগাযোগ নেটওয়ার্ক কেটে ফেলেন। এরপর বিকাল বেলায় ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদগণ। এসময় বাহির থেকে সহায়তা চেয়ে যোগাযোগ করতে ব্যার্থ হয় ঘাঁটিতে আটকা পড়া সেনা সদস্যরা।

ফলশ্রুতিতে ঘাঁটির থাকা “তাহুয়া” ফোর্সের মিশন প্রধান এবং তার ডিপুটি সহ অসংখ্য সৈন্য নিহত হয়, যাদের মধ্যে ২৭ সেনার মৃতদেহ পরের দিন ঘাঁটির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। বাকি সৈন্যদের মধ্য থেকে মাত্র ১৪ সদস্য হামলা থেকে বেঁচে নিরাপদে অন্য ঘাঁটিতে আশ্রয় নিতে সক্ষম হয়েছে। এছাড়া অন্য সৈন্যরা হামলার পর থেকে নিখোঁজ রয়েছে।

আয-যাল্লাকার তথ্য অনুযায়ী, সেনাদের মধ্যে হতাহত ও বিপুল ক্ষয়ক্ষতির পর, মুজাহিদগণ সামরিক ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন। সেই সাথে মুজাহিদগণ বিপুল সংখ্যক অস্ত্র, প্রচুর পরিমাণে গোলাবারুদ ও বুলেট বাক্স গনিমত হিসাবে পেয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত বছর ৪৫হাজারের অধিক প্রতিবন্ধী ও পথশিশুকে শিক্ষাসেবা দিয়েছে আফগান শিক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধগাজায় মোট নিহতের ১১ হাজারই শিক্ষার্থী