গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও ২৬ ফিলিস্তিনি

0
48

প্রায় এক বছর ধরে গাজায় চলছে ইসরায়েলি সহিংসতা। সন্ত্রাসী নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে উপত্যকাটিতে চলছে হত্যাযজ্ঞ। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে গিয়েও মিলছে না একটুখানি নিরাপদ আশ্রয়। অসহায় গাজাবাসী এখন প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর।

এরই ধারাবাহিকতায় গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরীহ এসব মানুষকে হত্যা করে দখলদার বাহিনী। এসব হামলায় আরো অন্তত ৮৪ জন বেসামরিক মানুষ আহত হয়েছে।

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে যে আল-বুরেইজ ক্যাম্পের আল-তারতুরি, আবু শাওকা এবং আল-বাত্রানের পরিবারের বেশ কয়েকটি বাড়িতে দখলদারদের বোমা হামলার ফলে একটি শিশু সহ চার নাগরিক নিহত হয়েছে। কয়েক ডজন মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

গাজা উপত্যকার কেন্দ্রে এবং দক্ষিণে দখলদার ইসরায়েলি যুদ্ধবিমানগুলির বোমাবর্ষণে মঙ্গলবার সকালে এক শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে৷

খান ইউনিস শহরের কিজান রাশওয়ান এলাকায় একটি সাইকেলে বোমা হামলার ফলে একজন ব্যক্তি নিহত হয়েছে। এদিকে, দখলদার বাহিনী গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরের পূর্ব দিকে গোলাগুলি চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ২৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪৯৭ জন। আরও বহু মানুষ এখনো নিখোঁজ। ইসরায়েলের হামলায় তারাও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Israel kills 26 more Gazans as death toll passes 41,250
– https://tinyurl.com/749e746e
2.Gaza: Five people, including a child, killed by Israeli bombing
– https://english.wafa.ps/Pages/Details/149313

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্রীর নিকাব টেনে খুলে নেওয়াসহ যৌন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধডুয়েটে ছাত্রলীগ নেতাদের পরীক্ষা নিতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা