লেবাননে বিভিন্ন স্থানে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮৫০

0
105

লেবাননজুড়ে পেজার(বার্তা প্রেরণ যন্ত্র) বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় তিন হাজার বেসামরিক নাগরিক। তাদের মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়া জানান, নিহতদের মধ্যে আট বছরের এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ২০০ জনের অবস্থা গুরুতর। তাদের বেশিরভাগ মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন। বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছে।

১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত এবং আরও বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ি করেছে লেবানন।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলি আগ্রাসন বলে অভিহিত করেছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল।

পেজার হলো এক ধরনের ছোট যন্ত্র, যা মোবাইল ফোনের বিকল্প হিসেবে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তারবিহীন যন্ত্রটি ব্যবহার করতে ইন্টারনেট প্রয়োজন হয় না। এগুলো হ্যাক করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আল-জাজিরাকে একটি সূত্র জানিয়েছে, যেসব পেজার বিস্ফোরিত হয়েছে সেগুলো পাঁচ মাস আগে লেবাননে যায়। দূর থেকে কীভাবে এসব ডিভাইসে বিস্ফোরণ ঘটানো হলো সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি।

এদিকে একাধিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কয়েক মাস আগে তাইওয়ানের একটি কোম্পানির কাছে কয়েক হাজার পেজার তৈরির অর্ডার দিয়েছিল লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কিন্তু ওই পেজারগুলোর মধ্যে গোপনে সামান্য পরিমাণে বিস্ফোরক বসিয়ে দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।


তথ্যসূত্র:
1. Israel behind deadly pager explosions that targeted Hezbollah and injured thousands in Lebanon
– https://tinyurl.com/2w9r4mh3
2.Hezbollah exploding pager trail runs from Taiwan to Budapest
– https://tinyurl.com/4cvc2v2j
3. Israel’s spy agency Mossad planted explosives in Hezbollah pagers, reports say
– https://www.bbc.com/news/live/cwyl9048gx8t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডুয়েটে ছাত্রলীগ নেতাদের পরীক্ষা নিতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবন্যায় এখন পর্যন্ত নিহত ৭৪, ক্ষতি প্রায় ১৪,২৭০ কোটি টাকার