গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় নিহত আরও ২০ ফিলিস্তিনি

0
24

ইসরায়েলের সন্ত্রাসী হামলায় গাজায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি। ১৮ সেপ্টেম্বর, বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ২৭২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ২৭২ জনে পৌঁছেছে এছাড়া অন্তত ৯৫ হাজার ৫৫১ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, বুধবার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২০ জন নিহত এবং আরও ৫৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।


তথ্যসূত্র:
1. Israel kills 20 more Gazans as death toll nears 41,300
– https://tinyurl.com/5yx3uhud
2.Gaza death toll from Israel’s deadly aggression surpasses 41,272
– https://english.wafa.ps/Pages/Details/149370

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির রাজধানীতে মুজাহিদদের নজিরবিহীন হামলায় ৪ শতাধিক সেনা হতাহত, ধ্বংস ১০টি যুদ্ধবিমান
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের সুপ্রিম কোর্ট এক বছরে ১,৮৫,০০০ এরও বেশি মামলা সমাধান করেছে