সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত

0
74

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ নিয়ে নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৩০০ জনে পৌঁছাল। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৫ হাজারের বেশি।

২০ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে আহত-নিহতের এ সংখ্যা জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজায় দখলদার ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি ড্রোন হামলার পর তাদের দল দুজনের লাশ উদ্ধার করেছে।

গাজা শহরের আল-দারাজ পাড়ায় একটি বাড়িতে বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ কমপক্ষে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে গাজা শহরের আবু আল-হাতল এবং জিয়াদা পরিবারের উপর বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।

পশ্চিম তীরে, জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

হামলার ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের লাশ ভবনের ছাদ থেকে লাথি দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ইসরায়েলি যুদ্ধবিমান আজাম পরিবারের একটি বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। যার ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ২৭২ জন মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬ হাজার ৭৯৫ জন শিশু এবং ১১ হাজার ৩৭৮ জন নারী। এছাড়া ৯৫ হাজার ৫৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1.Israeli strikes kill dozens in Gaza, West Bank as US denies ceasefire talks collapsing
– https://tinyurl.com/2hpne263
2.Dozens of casualties in a series of continued Israeli airstrikes across Gaza
– https://english.wafa.ps/Pages/Details/149411

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশরীয়াহ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তালেবান বিশেষ বাহিনীর ৯৪৭জন সদস্য
পরবর্তী নিবন্ধগাজা জুড়ে বর্বর ইসরায়েলি হামলায় ৪৪ ফিলিস্তিনি নিহত