ভারতীয় একাধিক গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম রানের বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তে নিতিশ রানেকে বলতে দেখা যায়, ‘পুলিশকে একদিনের ছুটিতে পাঠিয়ে দিন, হিন্দু সম্প্রদয় তাদের শক্তি প্রদর্শন করবে।’ বক্তবের এক পর্যায়ে লাভ জিহাদ নিয়ে তাকে বলতে দেখা যায়। লাভ জিহাদ সম্পর্কে সে বলে, লাভ জিহাদের কোনো ঘটনা ঘটলে সেই মুসলিমকে খুঁজে বের করে তার হাড় ভেঙে দেওয়ার দিবেন।
মুসলিমদের উপর হামলাকারী হিন্দুদের নিরাপত্তার নিশ্চয়তা ও দেয় সে।
গত ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সানজুলি এলাকায় এক জনসমাবেশে এই উস্কানীমূলক বক্তব্য রাখে সে।
তার এই উস্কানীমূলক বক্তব্য নিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে সে জানায়, তার ধর্মীয় দায়িত্ববোধের কারনে সে এই বক্তব্য প্রদান করেছে।
রানের বক্তবের তীব্র সমালোচনা করে এ আই এম আই এম নেতা ওয়ারিস পাঠান বলে, ‘কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু সিংহ পাত্তা দেয় না। রানে পুলিশকে এক দিনের ছুটি দিতে বলেছে। আমি তাকে বলতে চাই ২৪ ঘন্টার মাঝে সে কী করতে পারবে। কোনো মুসলিম এমন বক্তব্য প্রদান করলে এতক্ষণ তাকে জেলে থাকতে হতো ।’
পাঠান আরো জানায়, ভারতের সুপ্রিম কোর্ট অনুসারে এটি একটি উস্কানীমূলক বক্তব্য কিন্তু মহারাষ্ট্র সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহন করবে না। মহারাষ্ট্রের নির্বাচনের পূর্ব সরকার একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাধানের চেষ্টা করছে।
এর আগে দোসরা সেপ্টেম্বর আহমেদ নগরে দেওয়া এক বক্তব্যে রানে মসজিদের মাঝে ঢুকে মুসলিমদের মারার কথা বলে।
তার সেই বক্তব্যের সমালোচনা করে এক ভিডিও বার্তায় পাঠান বলে, ‘যাদি রানে তার বক্তব্য অনুসারে মসজিদে ঢোকার চেষ্টা করে তাহলে সে তার নিজ পায়ে হেটে সেখান থেকে বের হতে পারবে না বরং তাকে স্ট্রেচারে করে বের করে আনতে হবে।
এই মাসের শুরুতে উস্কানী মূলক বক্তব্য দেওয়ার কারনে আহমেদনগরে তার বিরুদ্ধে দু্ইটি এফ আই আর দায়ের করা হয়।
তথ্যসূত্রঃ
1.‘Send Police on Leave for 24 Hours & Hindus Will Show Their Strength’: BJP MLA Nitish Rane
-https://tinyurl.com/mrpabs4p