শিল্প ও বাণিজ্যের জন্য আফগানিস্তানের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হল হেরাত। সম্প্রতি প্রদেশটিতে রপ্তানি হার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের(১৪০৩ হিজরি সৌরসাল) প্রথম ৫মাসে ৯৮ শতাংশ রপ্তানি বৃদ্ধির ঘোষণা জানিয়েছেন হেরাতের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাগণ।
উক্ত কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহাম্মদ ইউসুফ আমিন হাফিযাহুল্লাহ এর মতে, বিগত বছরের একই সময়ের তুলনায় হেরাত প্রদেশে রপ্তানির হার ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি ও প্রাণীজাত পণ্য, ঔষধি গাছপালা ও খনিজ পাথর। সর্বমোট রপ্তানি মূল্য রেকর্ড হয়েছে ৬৮.৭ মিলিয়ন মার্কিন ডলার।
তথ্যসূত্র:
1. Herat Exports Soar 98% in First Five Months
– https://tinyurl.com/4st7d7k3