সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত বিদেশি ও স্থানীয় বাহিনীর স্পর্শকাতর একাধিক সামরিক ঘাঁটি এবং বিভিন্ন দেশের দূতাবাসে একযোগে হামলা চালিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন।
শাহাদাহ এজেন্সির তথ্যসূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর শুক্রবার রাতে, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর আকাশে একযোগে কয়েক ডজন রকেট, মর্টার ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। শাবাবের এসকল ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মোগাদিশু সরকারের প্রধান হালানি সামরিক ঘাঁটি, জাতিসংঘ ও আন্তর্জাতিক জোট বাহিনীর বৃহত্তর সামরিক ঘাঁটি এবং তাদের একাধিক প্রতিষ্ঠান।
একই সাথে হামলার শিকার হয়েছে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সদর দফতর “আটমিস”, যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একইভাবে জাতিসংঘের ৩টি সদর দফতরও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। আর আংশিক ধ্বংস হয়েছে ব্রিটিশ দূতাবাস। ধ্বংস হওয়া কোনো কোনো অবস্থান থেকে পরের দিন সকালেও আগুন ও ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
রাজধানীর সবচেয়ে সুরক্ষিত এলাকায় অবস্থিত এসকল সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবস্থান এবং কয়েকটি দেশের দূতাবাসে একযোগে মুজাহিদদের এই হামলার ফলে বহু শত্রু সৈন্য ও কর্মকর্তা হতাহত হয়েছে।