আরও ৭৩টি সামরিক যানবাহন মেরামত করলো আফগানিস্তান

0
239

আফগানিস্তানের ২১৫ আযম কোরের প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থাপনার সেনা সদস্যরা গত দুই মাসে ৭৩টি বিভিন্ন ধরনের সামরিক যানবাহন মেরামত করেছেন। বর্তমানে এই যানবাহনগুলো ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

গত ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মেরামতকৃত যানবাহনের মধ্যে ৫১টি হামভি ট্যাংক, ২০টি আন্তর্জাতিক ট্রাক এবং ২টি আন্তর্জাতিক ক্রেন অন্তর্ভুক্ত রয়েছে। এইসব যানবাহন দেশের জাতীয় প্রতিরক্ষা উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় অনেক সামরিক যান নষ্ট করে ফেলে যায়। পরবর্তীতে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী এসব যানবাহন মেরামত শুরু করে এবং এখন পর্যন্ত তারা অসংখ্য সামরিক যান পুনরুদ্ধার করেছে। এই যানবাহনগুলো বর্তমানে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হচ্ছে।


তথ্যসূত্র:
1. Over 70 military vehicles repaired at Azam Corps
– https://tinyurl.com/t6f8e37y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা সত্ত্বেও তালিবান সরকারের রাষ্ট্রদূত গ্রহণ করেছে ১১টি দেশ
পরবর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ বেনিন এবং টোগোতে আল-কায়েদার সফল অভিযান