ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত : লেবানন

0
49

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ৫৫৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০ শিশু, ৯৪ নারী এবং দুই মেডিক সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮৩৫ জনেরও বেশি মানুষ। দেশটির ছয়শটিরও বেশি স্থাপনায় সোমবার একযোগে হামলা করেছে সন্ত্রাসী ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের রাজধানী বৈরুত থেকে এএফপি স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘এখন পর্যন্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ শিশু ও ৯৪ নারীসহ ৫৫৮ জনের মৃত্যু রেকর্ড করেছে।’

তিনি বলেন, এই পরিসংখ্যান স্পষ্টত ইসরায়েলের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা বলেছিল যে তারা কেবল যুদ্ধ বাহিনীকে লক্ষ্যবস্তু করছে। সত্য হলো যে গতকালের হামলায় নিহতদের বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ নিরস্ত্র, যারা তাদের বাড়ি-ঘরে নিহত হয়েছে।

এ হামলায় মোট ১ হাজার ৮৩৫ জন আহত হয়েছেন, যারা ৫৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের মধ্যে চারজন রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্ধারকর্মী।

আবিয়াদ আরো বলেন, মঙ্গলবার সীমান্তের কাছে বিনতে জবেল হাসপাতালে ইসরায়েলি হামলায় ১৬ জন জরুরি কর্মী এবং দমকলকর্মী আহত হয়েছেন।

আবিয়াদ জানান, শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত শিশুসহ ৫৫-এ দাঁড়িয়েছে। এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ওই হামলায় ৪৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আবিয়াদ বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে আগের হামলাগুলো হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং অ্যাম্বুলেন্সে আঘাত হেনেছে। সরকার দেশের বেশিরভাগ স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং দক্ষিণ থেকে বাস্তুচ্যুত লোকদের জন্য আশ্রয়ের প্রস্তুতি শুরু করেছে।

হামলার সময় লেবাননের পূর্বাঞ্চলীয় প্রাচীন শহর বালবেকের আশপাশের এলাকার আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়। দক্ষিণাঞ্চলীয় জাওতার গ্রামের ৬০ বছর বয়সী ওয়াফা ইসমাইল নামে এক গৃহকধূ হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমরা বোমাবর্ষণের মধ্যেই ঘুমাই আবার জেগে উঠি… এমনভাবেই চলছে আমাদের জীবন।’


তথ্যসূত্র:
1. Death toll from Israeli strikes in Lebanon mounts to 558
– https://tinyurl.com/yxkksjkv
2.Israel’s onslaught in south Lebanon enters second day, Israeli airstrike south of Beirut
– https://tinyurl.com/3je7anrn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ বেনিন এবং টোগোতে আল-কায়েদার সফল অভিযান
পরবর্তী নিবন্ধঅমিত শাহের হুমকির তিনদিন পরেই অবৈধ অনুপ্রবেশ কালে বাংলাদেশ সীমান্তে আটক বিএসএফ সদস্য