সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত

0
43

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছে।

গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন নারীসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

মেডিকেল সূত্র জানায় যে শেখ নাসের এলাকার তাহলিয়া এলাকার কাছে খান ইউনিস শহরের দুটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ছয় বেসামরিক লোক নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।

মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরের পূর্বে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হানমলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

খান ইউনিস শহরের কালা হাউজিংয়ের পাশে হার্ব পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি অভিযানের পরে প্যারামেডিকরা পাঁচজন নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। পরে তাদের নাসেরের কাছে স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও খান ইউনিসের তাহলিয়া এলাকায় আবু জারবু পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে বোমা হামলার ফলে দুই নাগরিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত বেসামরিক লোকের সংখ্যা এখন পর্যন্ত ৪১,৪৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় ৯৫,৯২১জন।


তথ্যসূত্র:
1. Palestinian medics say 22 killed in Gaza as Israel fights on two fronts
– https://tinyurl.com/46fj6nku
2.11 civilians killed and others in Israeli airstrikes targeting central and southern Gaza Strip
– https://english.wafa.ps/Pages/Details/149570
3. Seven Palestinians killed by Israeli raid in Gaza’s Khan Younis
– https://english.wafa.ps/Pages/Details/149546

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্র আন্দোলনে কাছ থেকে গুলি করা পুলিশেরা হিন্দিভাষী ছিলো
পরবর্তী নিবন্ধইদলিবে শিয়া মিলিশিয়াদের আর্টিলারি হামলায় ৬ শিশুসহ ১৭ জন হতাহত