ইদলিবে শিয়া মিলিশিয়াদের আর্টিলারি হামলায় ৬ শিশুসহ ১৭ জন হতাহত

0
219

ইরান-সমর্থিত আসাদ সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলি সিরিয়ার সুন্নি প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত ইদলিব সিটির গ্রামাঞ্চলে নিরপরাধ বেসামরিক মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় গত সোমবার এই অঞ্চলে শিয়া মিলিশিয়াদের হামলায় কমপক্ষে ৪ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন।

সিরিয়ার সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেট) নামক উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শিয়া মিলিশিয়ারা ইদলিব সিটির উত্তরাঞ্চলীয় কাফ্রায়া এলাকা লক্ষ্য করে ব্যাপক আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বেসামরিক এলাকা লক্ষ্য করে শিয়া মিলিশিয়াদের এই হামলার ফলে, একজন মহিলা এবং একজন বয়স্ক ব্যক্তি সহ ৪ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। এসময় হামলায় ৬ শিশু ও ৩ নারীসহ ১৩ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য যে, রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ সরকারের বাহিনী দীর্ঘদিন ধরে ইদলিব সিটি ও এর আশপাশের বেসামরিক এলাকাগুলোতে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। এতে হতাহত হচ্ছেন শত শত বেসামরিক লোক, ক্ষতিগ্রস্থ হচ্ছে মুসলমানদের বাড়ি-ঘর, দোকান-পাট এবং বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান।


তথ্যসূত্র:
১| 4 killed, including an elder man and a woman, in a ground regime attack in Idlib
– https://tinyurl.com/53f9thv5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধগাজায় আরও ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল