গাজায় আরও ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল

0
131

২৫ সেপ্টেম্বর, বুধবার গাজায় কমপক্ষে ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে আগ্রাসী ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। রাফার উত্তরাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলার ঘটনায় এক নারী এবং তার পাঁচ সন্তান নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার একটি বাড়িতে বিমান হামলার ঘটনায় দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

বেইত লাহিয়ায় সামরিক অভিযান চালিয়ে বিশাল এলাকার কৃষি জমি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে সেখান থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, গাজা শহরের জিনজো পাড়ায় জুন্দি পরিবারের একটি বাড়িতে সন্ত্রাসী ইসরায়েলের বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হানি মাহমুদ জনিয়েছেন, গাজার কেন্দ্রীয় এলাকা এবং দক্ষিণের শহর খান ইউনিসে আক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে কিছুই অবশিষ্ট নেই।”

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৪৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৬,০০৬ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।


তথ্যসূত্র:
1. Israel kills 53 Palestinians in 24 hours in Gaza
– https://aje.io/jy7uw6
2.Israel kills 53 Palestinians in 24 hours in Gaza
– https://www.thesouthasiantimesbd.com/worldwide/news/23897

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইদলিবে শিয়া মিলিশিয়াদের আর্টিলারি হামলায় ৬ শিশুসহ ১৭ জন হতাহত
পরবর্তী নিবন্ধঅবকাঠামো উন্নয়ন ও শিল্প খাতে অগ্রগতির রিপোর্ট দিল ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রয়াত্ত কোম্পানিসমূহের পরিচালনা অধিদপ্তর