সোমালিয়ার শাবেলি রাজ্যে গত এক সপ্তাহ যাবত দখলদার উগান্ডান সেনবাহিনীর বিভিন্ন অবস্থান ও কনভয়গুলো টার্গেট করে হামলা চালাচ্ছেন আশ-শাবাব মুজাহিদিনরা। ফলে ক্রুসেডার বাহিনীতে প্রচুর হতাহতের ঘটনা ঘটছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, মুজাহিদগণ গত ২৫ সেপ্টেম্বর বুধবারেও রাজ্যটির ক্যারিউলি এবং ড্যানো এলাকায় উগান্ডান বাহিনীর উপর হামলা চালিয়েছেন। এরমধ্যে ড্যানো এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়ে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদগণ। এতে ঘটনাস্থলে উগান্ডার ৩ ক্রুসেডার সৈন্য নিহত হয় এবং আরও ৫ এরও বেশি সৈন্য আহত হয়।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত সপ্তাহ থেকেই এই অঞ্চলে উগান্ডান বাহিনীর উপর হামলার তীব্রতা বাড়িয়েছেন। বিশেষ করে মাদোগ থেকে বলুমারির দিকে যাওয়া কনভয়গুলো শাবাবের হামলার সবচাইতে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
উল্লেখ্য যে, হারাকাতুশ শাবাব মুজাহিদগণ দীর্ঘদিন ধরেই বলুমারির শহরের গুরুত্বপূর্ণ সরবরাহ রোডগুলো অবরোধ করে রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছে শহরে আটকা পড়া দখলদার উগান্ডান বাহিনী।