রাজস্থানে হিন্দুদের বিক্ষোভের মুখে মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি বাতিল করল সরকার

0
142

রাজস্থানে হিন্দুদের আন্দোলনের মুখে মাদ্রাসার জন্য পূর্ব বরাদ্দকৃত জমির বরাদ্দ বাতিল করেছে রাজস্থান সরকার। গত ২৫ সেপ্টেম্বর, রাজস্থানের উদয়পুর জেলার মালভি শহরে ইসলামিয়া গাউসিয়া আঞ্জুমান মালভি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত ৪ বিঘা জমির বরাদ্দ বাতিল করে আদেশ জারি করে রাজস্থান সরকার। রাজস্থানে কট্টরপন্থী হিন্দুদের প্রতিবাদের মুখে এই বরাদ্দ বাতিল করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে দুঃখ ও হতাশা প্রকাশ করেছে স্থানীয় মুসলিমরা। মুসলিমদেরকে সমাজ থেকে প্রান্তিকীকরণের অংশ হিসেবে এই ঘটনাকে দেখছে স্থানীয় মুসলিমরা।

মুহাম্মাদ ইমরান নামক এক মুসলিম স্থানীয় গণমাধ্যমকে জানায়, ‘ আমরাও ভারতীয় নাগরিক এবং এই ভূমিতে আমাদেরও অধিকার রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো হিন্দুরা সব সময় আমাদের দমিয়ে রাখার চেষ্টা করে। যখন সরকার হিন্দুদের জন্য কিছু বরাদ্দ দেয় তখন আমরা কোনো কথা বলি না কিন্তু গরীব মুসলিমদের সরকার কোনো সাহায্য করার চেষ্টা করে তখন তারা বরাবরই বাধা প্রদান করে। কিন্তু কেন?’

২০২২ সালের ২৮ জানুয়ারি, জমিটি বরাদ্দ দেওয়ার পর থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ সভা আয়োজন করে সর্ব হিন্দু সমাজ। রাজস্থানের রাজ্য বিধায়ক ও সাবেক বিজেপির রাজ্য প্রধান সিপি জোশি সহ অনেক উগ্র হিন্দু জনতা সেই বিক্ষোভে অংশগ্রহণ করে।

এই বিক্ষোভের মুখে বরাদ্দ বাতিল করার জন্য রাজ্য প্রশাসনের কাছে সুপারিশ করে উদয়পুর জেলা কালেক্টর। সরকার দ্রুতই বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ভারতীয় সরকার জমি বরাদ্দ দেওয়ার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও আদেশ জারি করেছে।

বরাদ্দ বাতিল করার এই ঘটনা স্থানীয় মুসলিমদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় এক মুসলিম নেতা গণমাধ্যমকে জানায়, ‘এখানে গরীব মুসলিমরা বসবাস করে। যদি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে তাদের উন্নতি হয় অথবা শিক্ষার জন্য সহায়ক হয় তাহলে হিন্দুদের সমস্যা কোথায়?’ সরকার যখন হিন্দুদের সাহায্য করে তখন আমরা আপত্তি করি না, কিন্তু যখন মুসলমানদের কোনো সাহায্যের বিষয় আসে, তখন সবসময় বিরোধিতা করা হয় হয়।’


তথ্যসূত্রঃ
1.Rajasthan Cancels Land Allotment For Madrasa After Protests by Hindu Groups
– https://tinyurl.com/4nnta9wu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅর্থসঙ্কটে চিকিৎসা বন্ধ হাসিনা বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীর; জোটেনি কোনো সরকারি অনুদান
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বিভিন্ন সরকারি পদে কাজ করছেন ৮৫ হাজার নারী