ইসরায়েলের বর্বর হামলায় লেবাননে নিহত আরও ৩৬, আহত ১৫০

0
25

লেবাননে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় ইসরায়েলি বর্বর হামলায় ০৯ অক্টোবর, বুধবার আরও অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।

আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে রাজধানী বৈরুতসহ পূর্বাঞ্চলের বেক্কা ভ্যালিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে এক হাজার ৪০০ এর মতো লোক নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।

প্রতিবেদনে আরও জানিয়েছে, অভিযানের কারণে লেবাননের ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এ জনসংখ্যা লেবাননের মোট জনসংখ্যার চারভাগের প্রায় এক ভাগ। উত্তেজনার বাড়ার পর থেকে গত তিন সপ্তাহ ধরে তারা বাস্তুচ্যুত রয়েছেন।


তথ্যসূত্র:
1.Middle East crisis live: Israeli airstrikes kill 36 in Lebanon; family of nine reportedly killed in northern Gaza
– https://tinyurl.com/242m89yp
2.At least 36 killed in Israel’s strikes on Lebanon in past day — ministry
– https://tass.com/world/1853817

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজায় চাঁদা না দেয়ায় মুসলিম ব্যবসায়ীকে হত্যা, মসজিদ ও দোকানপাট ভাঙচুর
পরবর্তী নিবন্ধ১৪ বছরে শুধু সড়ক উন্নয়ন প্রকল্পে দুর্নীতি প্রায় ৫১ হাজার কোটি টাকা