দুর্গাপূজায় চাঁদা না দেয়ায় মুসলিম ব্যবসায়ীকে হত্যা, মসজিদ ও দোকানপাট ভাঙচুর

0
189

ভারতের ত্রিপুরার কদমদলা এলাকায় দুর্গাপূজায় চাঁদা না দেয়াকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এক মুসলিম ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন মুসলিম।

ঘটনার সূত্রপাত হয় গত ৬ অক্টোবর রাতে। ঐ সময় কদমতলা বাজার এলাকার পাশ দিয়ে একটি মুসলিম পরিবার হাসপাতালে যাচ্ছিলেন, এ সময় একদল হিন্দু তাদেরকে আটক করে এবং দুর্গাপূজায় অর্থ দান করতে চাপ দিতে থাকে। এ সময় মুসলিম পরিবারটি দুর্গাপূজার জন্য অর্থ দান করতে অস্বীকৃতি জানালে মারধরের শিকার হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়।

সংঘর্ষের সময় হিন্দুরা মুসলিমদের দোকানপাটে লুটপাট চালায় ও মসজিদে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুলিশের গুলিতে এক মুসলিম ব্যবসায়ী নিহত হয়। আহত হয় আরও ১৭ জন মুসলিম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সহিংসতার সময় পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও মুসলিমদের দোকানপাটে লুটপাট চালিয়েছে হিন্দুরা।


তথ্যসূত্র:
1. Tripura: Muslim Trader Killed and Mosque, Shops Vandalised over Durga Puja Donation
– https://tinyurl.com/2sashmad
2. One Muslim Man Killed, 17 Injured in Police Firing During Clash Over Durga Puja Donations in Kadamtala, Tripura
https://tinyurl.com/yeyu2ws8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
পরবর্তী নিবন্ধইসরায়েলের বর্বর হামলায় লেবাননে নিহত আরও ৩৬, আহত ১৫০