লেবাননের রাজধানী মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত এবং কমপক্ষে ১১৭ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
বৈরুতের রাস এল-নাবা এবং আল-নুওয়েরিতে ১০ অক্টোবর, বৃহস্পতিবার এ বিমান হামলা হয়। এ সময় দুটি আবাসিক এলাকায় আগুন জ্বলতে এবং ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।
রয়টার্স এর সাংবাদিকরা জানান, রাজধানীর একটি ছোট এলাকা বাচৌরাতে হামলার স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ খুঁড়তে দেখা গেছে। এছাড়া অ্যাম্বুলেন্সগুলোকে অনেক আহতকে আমেরিকান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
বাচৌরার দুটি ঘনবসতিপূর্ণ এলাকার এনওয়েরি এবং বাস্তার আবাসিক ভবন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয়বারের মতো ইসরায়েল দক্ষিণ শহরতলির দাহিয়েহ শহরের বাইরে বিমান হামলা শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের বাইরে থাকা এক নারী জানান, বিস্ফোরণের সময় তিনি পাশের ভবনে ছিলেন।
তিনি বলেন, যে ভবনে হামলা হয়েছে তা সম্পূর্ণ আবাসিক এবং প্রায় চার বা পাঁচতলা উঁচু। এ হামলায় তার এক আত্মীয় মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জাতিসংঘের মতে, একটি ওয়াচ টাওয়ারে ইসরায়েলি ট্যাঙ্কের গুলি চালানোর সময় দক্ষিণ লেবাননে দুই ইন্দোনেশিয়ান শান্তিরক্ষী আহত হওয়ার কয়েক ঘণ্টা পর বৈরুতে হামলার ঘটনা ঘটে।
জাতিসংঘ বলেছে, বাহিনী জাতিসংঘের অবস্থানে বারবার আঘাত করেছে। ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে আরও দুটি ইউনিফিল ঘাঁটিতে ইচ্ছাকৃতভাবে গুলি করার অভিযোগ রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
তথ্যসূত্র:
1. Israeli strikes kill 22 in Beirut as Hezbollah leader evades assassination
– https://tinyurl.com/3uu4t89r
2.Israeli strikes kill 22 in Beirut
– https://tinyurl.com/49jjmx3d