পাকিস্তানে টিটিপির অ্যাম্বুশ ও ড্রোন হামলায় অন্তত ৩৫ সেনা হতাহত

0
233

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর উপর ২টি পৃথক অভিযান চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ। এতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৩৫ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, গত ১০ অক্টোবর সন্ধ্যা ৫:৩০ মিনিটের সময় একটি অতর্কিত হামলার ঘটনা ঘটেছে উত্তর ওয়াজিরিস্তানের রজমাস জেলায়। পাকিস্তান সামরিক বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে ২টি আইডি বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো শুরু করেন টিটিপির মুজাহিদগণ। এরপর বিভিন্ন দিক থেকে কনভয় ও সেনা সদস্যদের টার্গেট করে গুলি চালাতে থাকেন মুজাহিদগণ। ফলশ্রুতিতে ইসলামি শরিয়াহ্ বিরোধী পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ২৫ সেনা সদস্য হতাহত হয়। সেই ছোট কনভয়টির ৫টি গাড়ি ধ্বংস করা হয়।

এদিন টিটিপির মুজাহিদগণ দ্বিতীয় অভিযানটি চালান একই অঞ্চলের মীর আলীতে। অভিযানে বোমা বহন করতে সক্ষম একটি ড্রোন বিমান ব্যাবহার করেন মুজাহিদগণ। ড্রোনটির মাধ্যমে মুজাহিদগণ মীর আলীতে অবস্থিত সেনাবাহিনীর একটি সদর দফতরের প্রধান কার্যালয়কে সফল লক্ষ্যবস্তুতে পরিনত করতে সক্ষম হন। ফলশ্রুতিতে সদর দফতরে থাকা এক ক্যাপ্টেন সহ ১০ সেনা কর্মকর্তা ও সেনা সদস্য হতাহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৈরুতে বর্বর ইসরায়েলি হামলায় নিহত ২২
পরবর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশী এনআইডি সহ গ্রেফতার ভারতীয় নাগরিক