পূর্ব লেবাননে ইসরায়েলি নৃশংস হামলায় ২৩ জন নিহত

0
36

পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৩ জন নিহত, ৩১ জন আহত হয়েছে। ১৫ অক্টোবর, ২০২৩৪ -এ লেবাননের নাবাতিহ গভর্নরেটের খিয়াম শহরে ইসরায়েলি হানাদার বাহিনীর বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে ।

সরকারী পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক সহিংস বিমান হামলায় মঙ্গলবার গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

লেবাননের সরকারী বার্তা সংস্থা জানিয়েছে যে দক্ষিণে নাবাতিহ, বিনতে জেবেইল এবং মারজায়ুন জেলাগুলির পাশাপাশি টায়ার এবং জেজিনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

এছাড়াও বিনতে জবেইল জেলায়, সাফাদ এল বাত্তিক, হানাইন, আইতা আশ শাব, কাফরা, আত তিরি এবং ইয়াটার এবং সেইসাথে ফ্রউন এবং ঘান্ডুরিয়েহ শহরের মধ্যবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেবিন শহরে একটি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, মারজায়ুন জেলায় খিয়াম শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। একই জেলায়, টাউলিন শহরে একটি বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছে।

লেবাননের সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, টায়ার জেলাযর কানা শহরে ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছ।

এছাড়াও, পূর্ব লেবাননের জাহলে জেলায়, রিয়াক শহরে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


তথ্যসূত্র:
1. 23 killed, 31 injured in Israeli airstrikes on southern, eastern Lebanon
– https://tinyurl.com/yka673hy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত বছরে ৪০০ এরও অধিক জাতিগত বিরোধের মীমাংসা করেছে তালেবান প্রশাসন
পরবর্তী নিবন্ধহাসিনা-বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে মারধর করলো আওয়ামী লীগ ও ছাত্রলীগ