হাসিনা-বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে মারধর করলো আওয়ামী লীগ ও ছাত্রলীগ

0
103

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী রবিউস সানী ওরফে শিপুকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সাভারের আশুলিয়ার ফারুকনগর ইসমাইল ব্যাপারী হাইস্কুল মাঠে ওই শিক্ষার্থীকে মারধর করে তারা।

এ ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিপু ধামসোনা ইউনিয়নের নতুনগর এলাকার বাসিন্দা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী।

অভিযুক্তরা হলো, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মেহেদি হাসান ওরফে হিরু, তার কর্মী মো. রহিম এবং ছাত্রলীগ কর্মী মো. শান্ত।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় পেটে গুলিবিদ্ধ হন রবিউস সানী। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি অসুস্থ শরীর নিয়ে পরিবারের সঙ্গেই বাড়িতে থাকেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিপু ও তার দুই বন্ধু ফারুকনগর ইসমাইল ব্যাপারী হাইস্কুল মাঠে বসে ছিলো। এ সময় ছাত্রলীগ কর্মী শান্ত ও আওয়ামী লীগ কর্মী রহিম তাদের মাঠ থেকে চলে যেতে বলেন। এক পর্যায়ে মেহেদি হাসান সেখানে উপস্থিত হয়ে রবিউস সানী ও তার বন্ধুদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তাদেরকে মারধর শুরু করে। পরে মারধরে গুরুতর আহত রবিউস সানীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ইয়াসিন গনমাধ্যমকে জানায়, রবিউস সানীকে মারধরের ফলে সে শরীরের বিভিন্ন জায়গায় এবং কানের পর্দায় আঘাত পেয়েছেন।

শিপু জানায়, ‘ছাত্র আন্দোলনের সময় আমার পেটে গুলি লাগায় আমি অসুস্থ। তাই বাড়ি থেকে তেমন বের হই না। রাতে এলাকার স্কুল মাঠে গিয়েছিলাম। আমি ওই এলাকায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম।’

সেই ক্ষোভ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিটিয়েছে। আমি তাদের বলেছি, আমাকে মারিস না আমার পেটে গুলি লেগেছে। তারপরও তারা আমার কথা শুনেনি।’

শিপুর মা গণমাধ্যমকে জানায়, ‘আমার ছেলে রবিউস সানি ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল। গতকাল রাতে তার ওপর স্থানীয় কিছু দুষ্কৃতকারী হামলা চালায়। সাভারের সবচেয়ে বড় সন্ত্রাসীরা আমার ছেলের ওপর হামলা করেছে। তারা আমার ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তাকে অনেক মারধর করে। আমি এই হামলাকারীদের বিচার চাই।’


তথ্যসূত্রঃ
১.আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর ওপর আ. লীগ-ছাত্রলীগের হামলা
-https://tinyurl.com/32pnyzjc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপূর্ব লেবাননে ইসরায়েলি নৃশংস হামলায় ২৩ জন নিহত
পরবর্তী নিবন্ধরাফাহতে প্রতিরোধ যোদ্ধাদের অ্যাম্বুশ, হতাহত অনেক দখলদার ইসরায়েলি সৈন্য