প্রায় ৮০ মিলিয়ন ডলার মূল্যের জাফরান ও হিং রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া সরকার

0
151

আফগানিস্তানে উৎপাদিত জাফরান ও হিং আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। চলতি বছরে (১৪০৩ হিজরি সৌরসাল) দেশটিতে এই ফসলগুলো রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এই বছরের প্রথম ৬ মাসে প্রায় ৮০ মিলিয়ন ডলার মূল্যের জাফরান ও হিং রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টির মুখপাত্র আখুন্দযাদা আব্দুস সালাম জাওয়াদ হাফিযাহুল্লাহ বলেন, বিপুল পরিমাণ জাফরান ও হিং ভারত, পাকিস্তান, চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে। রপ্তানিকৃত হিং এর পরিমাণ ৬১৭ টন, যার সর্বমোট রপ্তানিমূল্য ৫৭ মিলিয়ন ডলার।

উল্লেখ্য যে, জাফরান ও হিং উভয়ই মসলা হিসেবে রন্ধন শিল্পে ব্যবহৃত হয়। এছাড়া মূল্যবান প্রসাধনী সামগ্রী তৈরিতে জাফরানের ব্যবহার রয়েছে।

সর্বোচ্চ মানের জাফরান উৎপাদনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে আফগানিস্তানের। আন্তর্জাতিক টেস্ট ইন্সটিটিউট কর্তৃক টানা ৯ বার এই স্বীকৃতি পেয়েছে দেশটি। একই সাথে বিশ্ববাজারে হিং মসলার অন্যতম যোগানদাতা হিসেবেও দেশটির সুনাম রয়েছে।


তথ্যসূত্র:
1. Value of Saffron, Heng Exports Approaches $80M in 6 Months
– https://tinyurl.com/msux8tck

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে পুলিশ সদর দফতরের প্রধান কার্যালয়ে শাবাবের শহিদী হামলা
পরবর্তী নিবন্ধইয়াহইয়া সিনওয়ারের শাহাদাত মুসলিম তরুণদের জন্য একটি মশাল: আল-কায়েদা উপমহাদেশ