লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের আরও চার সেনা নিহত, আহত ১৪

0
105

লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের কঠিন চাপের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। ২৭ অক্টোবর, রবিবার আইডিএফ জানিয়েছে, লেবাননে তাদের চার সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৪ সেনা। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২৬ অক্টোবর, শনিবার সন্ধ্যায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় প্রাণ হারিয়েছে তারা। দখলদার সোনারা তখন লেবাননের একটি গ্রামে ছিল বলে জানিয়েছে আইডিএফ। নিহত ইসরায়েলি সেনারা হল- অমিত ছায়া (২৯), রাব্বি আব্রাহাম ইউসেফ গোল্ডবার্গ (৪৩), এলিয়াভ আমরাম আবিতবল (৩৬), ও গ্ল্যান্ড এলমালিয়েচ (৩০)।

হতাহত ওই ইসরায়েলি সেনারা সবাই এলন ব্রিগেডের ৮২০৭তম ব্যাটালিয়নের ছিল। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন উপকমান্ডার, একজন সামরিক রাব্বি এবং একজন সাধারণ সেনা। আহত ১৪ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। ওইদিনই তাদের ৮ সেনা নিহত হয়। গত ১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত লেবাননে ৩১ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।


তথ্যসূত্র:
1. 4 reservists killed in battle with Hezbollah in south Lebanon, IDF announces
– https://tinyurl.com/yckymsuk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকমলাপুর স্টেশনের সাইনবোর্ডে ভেসে ওঠলো “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখা
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশে মুখে দাড়ি থাকায় এক মুসলিমকে মারধর করলো উগ্রবাদী হিন্দুরা